বৃষ্টির কলতানে এই ভিজে মাটির শরীরে-
শেষ ঘ্রান যদি মুছে ফেলে যাও,
শেষ বিকেলের মেঘে তোমার অপেক্ষা করব না।

অদ্ভুত আলোয় লৌকিক আদুরে জড়তায়-
যদি তুমি স্থির জলে ঢেউ তুলে মিলিয়ে যাও,
ঝরা পাতার শব্দে তোমার পায়ের শব্দ শুনব না।

একদিন হাজারো শ্রাবন-দিন থাকবে তোমার,
তোমাতে তোমায় নিয়ে থাকবে
হাজারো গল্পের আহাজারি।
তোমার স্মৃতির চিলেকোঠায় ঠাঁই পাওয়ার অদম্য আশায়,
চোখ ঢেকে ভিজে কাক হয়ে যাবো-
বর্ষণমুখর ভেজা জোছনায়।

"বরষার আয়োজন"