বলো অন্তর, বলো প্রাণ,
পারবে কী দিতে তার সন্ধান।


বলো মসজিদ, বলো দেবালয়,
পারবে কী ভরিয়ে দিতে তারে জোনাকির আলোয়।


মিথ্যার রাজ্যে আসি সত্য লুকায় হাসি,
পারবে কী দিতে তাদের এক দড়িতে ফাঁসি।


জ্বালাও আলো, হটাও কালো,
পারবে কী বলতে কালো নয় যে কেন ভালো।


পারবে সেদিন, বাজবে যেদিন,
অচিন রাজার ঐ সর্বনাশা বীণ।