একখানা মোর শখের বাঁশি
সে যে বড় প্রাণ বিনাশি।


সাত সুরেতে ধরেছে এমন মধু,
এক সুরেতে পাগল হল মোর বধূ ।


দিয়েছি তারে কতো নিঃশ্বাস,
উত্তরে সে করলো শুধু ফিসফাস।


দিলাম জুড়ে কতো আবেগ,
আর নিঃশ্বাসে ছুড়লাম শত বেগ।


তবু বাঁশি মোর কইল না কথা সুরেতে
প্রতিশোধ নিলো সে ধারালো ক্ষুরেতে।


ঘোমটা তুলে কইল মোর বধূ,
তোমারই সুরেতে নাই যে কোন মধু ।