কতবার আসিবে তুমি
আর কত রূপ ধরি


চিনিতে কভু হয় না আমার ভুল
যেভাবেই বাঁধ তুমি
ঐ আঁধার কালো চুল


খুঁজিয়াছ তুমি আমার বাগানে
শুধুই গোলাপ বকুল
দেখনি কভু পায়ের তলায় লুটায় যে
আমার ঘাস ফুল


আসিবে তুমি, খেলিবে তুমি,
তুমি যে জলন্ত দিয়া
হাসিতে হাসিতে ছাই করিবে
ঘরখানি মোর পুড়িয়া


পোড়া ঘরে আঁধার রাতে,
জোছনা আমার সই
তারায় বোনা নকশী কাঁথা,
আমি যে তোমার নই