বেঁচে তো ছিলাম জীবনভর
জীবিত ছিলাম তার কত প্রহর


বেঁচে আছি বলে করেছি কত চিৎকার
বহু আগেই হয়েছে যে তার সৎকার


একবার যে পেয়েছে জীবন
কী করবে তারে হাজার মরণ


রাতের আঁধারে পেলাম শত ভাষা
ভোরের আলোয় দেখি সব দুরাশা