সময় ঘনিয়ে আসে উপলব্ধিরা স্থির রয় জিবনের মাঝে।


-ঠিক যেমন ঝিঙে ফুল রোদে হাসে,
তেমনি তাদের হাসিতে প্রফুল্ল হয় ঝলক।
আমি বলতে পারি এ কোন অহংকারি হাসি তারা হাসে না ।
এ হল নিষ্প্রাপ ইচ্ছা!
যার মাঝে সব শরৎ, ঋতুরা লুকিয়ে থাকে একসাথে।


-জীবন নামের যে রুপ, তা একসাথে কাটে মাঝ বয়স কাল অবধি।
একটা সময় কেন জানি আমাদের মেলে না।
চাওয়ারা আমাদের ফাঁকি দিয়ে যায়।
মাত্র, তার ইচ্ছেটা রয়ে যাই বছরের পর যুগ ধরে।
পৃথিবীর বুকে নেমে আসে হাজারো শীতল বাদলা, নেমে আসে রুপ অপরুপের উতপ্ত বিন্যাস।
আমরা বিলিন হই পাওয়া না পাওয়ার হিসেব রেখেই।
পরের প্রজন্মরা প্রস্থুত একি জয়গানে, পাওয়ার ব্যাকুলিত যুদ্ধ নিয়ে আবার।


শুধু ময়দানে পরে থাকে নাড়ীর অভাগা আক্ষেপ!


--রিজভী নাভিন