পাগল এর মত খুজিঁ, হাত দিলেই বালি,
উড়ক্কু মনের প্রিয়ংবদা, নিরলংকার নাট্যশালা
আজব দুনিয়ায় বাস করি, যার আ‌্ছে শুধু বালি আর বালি
ধরেত গেলে হাওয়া, না ধরলে জ্বালা
নিশ্চুপ নির্ঘুম রাত্রি, ডাক দেয় নিশুতি
আ‌ছে তোমার বুভুক্ষা, আমার মনে তিতক্ষা
বাধেত চাই আড়ালে, ছাড়তে চাই না যাকে
আজব দুনিয়ায় বাস করি, যার আছে শুধু বালি আর বালি
চোখ বন্ধ করলে ছায়া, চোখ খুললে মায়া,
অদাহ্য আমার দিদৃক্ষা, কদুষ্ণ তোমার উপচিকীর্ষা
নিগুঢ় তোমার প্রতি পক্ষপাত, নির্মম তোমার অন্তর্ঘাত
আজব দুনিয়ায় বাস করি, যার আ‌ছে শুধু বালি আর বালি..