কত সহজেই কত কথা তুমি বলতে যে পারো
যাও বলে যাও করিনা দুঃখ বলে যাও আরো।।

খুব সহজেই বলে দিলে তুমি ভুলে যেতে হবে
বোলবে কী তুমি কখন আমায় ভুলে ছিলে কবে।।
কেন তবে ওগো পারলেনা হতে আজো অন্য কারো
নিজের কাঁধের দোষ আমাকেই দিও যতো পারো…

কত সহজেই কত কথা তুমি বলতে যে পারো
যাও বলে যাও করিনা দুঃখ বলে যাও আরো…

ভাঙবে স্বপন এমন কথা'তো ছিলোনা কখনো
ফাগুনের রঙ পৃথিবীর থেকে যায়'নি তখনো।।
পাখিদের গানে মুখরিত বন তবু গেলে চলে
কেনো তবে আজ মিছেই আমার ভুল খুঁজে মরো…

কত সহজেই কত কথা তুমি বলতে যে পারো
যাও বলে যাও করিনা দুঃখ বলে যাও আরো…