কে বুঝবে সই বলতে পারো
এই হৃদয়ের আকুলতা,
তারে ঘিরেই আনমনা মন
যায়'গো রচে কত কথা।

প্রথম যখন দেখলাম তারে
ঝড়ের তাণ্ডব লাগলো প্রাণে,
রূপ তিয়াসে রোজ বিকেলে
যাই ছুটে যাই হৃদের টানে।

একটি নজর দ্যাখলে সে রূপ
দিনটি আমার কাটে ভালো,
অধীর নয়ন ফিরলে বিফল
হয় যেনো রাত আঁধার কালো।

মিষ্টি হেসে আড় চোখে সে
তাকায় যখন নয়ন পানে,
বুঝতে কী আর রয়'গো বাকী
ডুবেছি সেই মায়ার টানে।