তুলি ফুল গাঁথি মালা জাগি নিশিভোর,
প্রতীক্ষাতে রই সদা খোলা রেখে দোর।
আসিবে'গো প্রাণেশ্বর ফেলিবে চরণ,
প্রশান্তির অনুভবে অধীরতা মন।


রোদন ভুলিয়া মন গায় গুন-গুন,
তাঁর ছোঁয়া চিরায়ত হৃদের ফাগুন।
ভুলে যাই দুখ যতো অনুভবে তার,
ঘুচে যায় মন থেকে সব হাহাকার।


মনে মোর বাস যার অহর্নিশ রয়,
আপনার অধিকন্তু আপন সে হয়।
হারাই স্মরণে যার বাঁচা মরা জ্ঞান,
তাঁর নামেতে ব্যথীর জুড়ায় পরান।


নগণ্য প্রাণের সে যে খুশীর খোরাক,
তারি প্রেমে ছুটে চলে মনের বোরাক।


🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲


উৎসর্গ :-প্রিয় কবি-
মোঃ জানে আলম [বিদ্যুৎ] সাহেবের করকমলে।