মেঘ জমেছে আকাশ জুড়ে
ভীষণ কালো ছায়া,
আজ শুধু তার নয়'রে বর্ষণ
বীভৎসতার কায়া।

তার সাথে আজ ঝড় মিলেছে
বাইরে যাবার মানা,
বাজ পড়ার ভয় থাকে অধিক
সবার মনেই জানা।

পালাও পথিক ঘর হারা সব
আসছে নির্মম হানা,
ঘূর্ণিপাক যার ভাগ্য লিখন
নাই'রে তাহার পানা।

ধ্বংস যজ্ঞের স্বভাব যাহার
নাই বুকে তার মায়া,
তোমার আমার ছিছি রবেও
হয়না তাহার হায়া।