এই নদে এই জলে খেলেছি যে কতো,
পাতিহাঁস উড়ে এসে নামে অবিরত।
সাদা বক ছুটে সব মাছ ধরে নিতি,
অদূরে গাইতো মাঝি ভাটিয়ালি গীতি।


দেখেছি শুশুক দল খেলে কানামাছি,
তাদের সাথে করেছি কতো নাচানাচি।
ভরা গাঙে ছই তোলে নব বঁধু যায়,
মাইক বেঁধে খুঁটিতে সুর তোলে গায়।


পাড়ার সকল ছেলে ব্রহ্মপুত্র বুকে,
অবলীলায় খেলেছি দিন ভর সুখে।
মনে ভাসে সেই স্মৃতি চোখে নামে জল,
শুনিনা এখন আর প্রিয় কলকল।


শুকিয়েছে নদ যেনো শ্মশানের মরা
ব্রহ্মপুত্র বুকে তা-ই জনমের খরা।