কোথাও হারিয়ে যেওনা আজই
থেক হৃদয়ের মাঝারে
যেথা নিষ্পাপ ঘুমে মত্ত মোদের শৈশব
সেখান হতে কিছু অনুভূতি এঁনে দাও আমায়
একা যেওনা কোথাও, নিমগ্নতায় থেক চারিধার
যেমন আমি তোমার চোখে দেখি বিস্তৃত আনন্দের উচ্ছাস
আমি খুঁজে নেব হয়ত তোমার পথের পাঁচালি
পথে তোমার নামের অক্ষর কেঁটে দেব আমি
যে নাম লিখেছি সহস্র জনম আগে
হারিয়ে যেওনা কোথাও এ অনুভূতির বাহিরে
সদা থেক অন্তরালে, আপন সংগোপনে