জীবন চলার পথে,
আসে যদি কোনো দমকা ঝড়-
উড়োবালি উড়ে এসে,
যদি ভারী করে তুলে বালুচর;
বিপদে সংকটে
কোনো কারনে হারাবোনা মনোজোর।
বন্ধ মুঠো হাতে,
তেড়ে বেড়ায় মেলে দিলে পাজর;
শুধু দিতে হবে,
পাড়ি সাত সমুদ্দুর তেপান্তর।


থামবোনা,থামতে জানিনা-
কোনোকিছুর বিপরীতে;
আধার থেকে টানছে যেন-
আলো দেখার আস্কারাতে।


আমার লক্ষ অটুট,
নিশানা হারাবেনা;
একলাই এগুবো আমি,
দুনিয়া থাকবেনা।


আশার ভ্রমনে আছি ডুবে,
শেষ কবে জানিনা-
সেটা শুধু সময় জানে,
আর কেউনা।