কবে নামবে বিষ্টি আমার জমিনে
শুকনো ঘাসেরা পাবে প্রান;
কবে ফুটবে ফুল আমার মালঞ্চে
ভ্রমর এসে গাইবে গান।


কবে আসবে জোয়ার আমার নদীতে
কলকল সুর ছন্দ তুলে;
কবে হাসবে চাদঁ আমার আকাশে
কালো মেঘের দু:খ ভুলে।


কবে আসবে প্রেম আমার অন্তরে
রাজ্যের সব শিবরন নিয়ে;
কবে আসবেগো সুখ আমারও জীবনে
কষ্টগুলো সব যাবে ক্ষয়ে।