প্রস্ফুটিত পুষ্প কাননে এসে
ইচ্ছে করে তুলে নিই
   সেরা গোলাপটি;
ভরা নদীর তীরে এসে
ইচ্ছে করে গেয়ে যাই
  প্রিয় গানটি।
প্রজাপতির উড়াউড়ি দেখে
ইচ্ছে করে ছিনিয়ে নিই
  বাহারী রং;
আকাশের অমন রুপ বদলে
ইচ্ছে করে সং সেজে
    করি ঢং।
জোনাকির টিপটিপ আলো দেখে
ইচ্ছে করে ঘরে নিয়ে
  রাখি সাজিয়ে;
রুপালী চাঁদে চোখ রেখে
ইচ্ছে করে সব জ্যোস্না
  নিই ছিনিয়ে।
এমনি সব সুন্দর দেখে দেখে
ইচ্ছে করে সব সুন্দর
   করি হনন;
আমি সুন্দরের পূজারী
একক সুন্দরের জন্যই আমার
  কাব্য লিখন।