ইদানীং বড় অসহায় আমি
মৌনতার করাল গ্রাসে,
শূন্য হস্তে_হীন্য মনে
জীর্ন প্রান কেপে উঠে ত্রাসে।
চোখ হারিয়েছি নিকষ তমসায়
পা বাড়ালেই হই ভূপাত,
কতটা অধ্যায় আর করেছি অধ্যয়ন
সংসারতো শুরুতেই গেল নিপাত।
পুন্যের ভার বুঝি শূন্যতায় ভরা
খতিয়ানে নেই কোন সঞ্চয়,
আশৈশব দেখা স্বপ্নগুলো মিথ্যে_
ভাবিনি এখানেই ভেঙ্গে যাবে নিলয়।