নিশীথে স্বপ্নরা এসে বলে যায়
তোমার আগমনী বার্তা;
চিত্রল হরিনীর মত আসো তুমি
নীল হ্রদের পাড় ঘেষে।
তখন মেটে জ্যোস্নার পূর্নসত্ত্বা_
জোনাকিরা লুকিয়ে গেছে ঝোপে,
তখন সবুজ নরম ঘাসে
বিন্দু বিন্দু জমাট বেধেছে শিশির।
তুমি আসো সন্তপর্নে_ধীরে
ঘুমন্ত পাখিরা যেন না যায় জেগে_
কচি ধানের পাতায় লাগেনা ছোঁয়া;
বাজে না তোমার পায়ের মল।
স্বপ্নরা সব হলুদ হয়ে যায়
কাঁশফুলের মত নরম হয়ে যায় ধরা;
বর্ষার নদীর মত ছলাৎ-ছলাৎ করে উঠে
সব স্বপ্নের ধ্বনিরা।
রাত্রির বয়স বেড়ে যায়
ধূসর চন্দ্রিমায় আসে যৌবন;
চারদিকে শূন্যতা-নীরব-স্তব্দতা
আমার স্বপ্নের ঘর কেবল মুখরিত
তোমার এমন প্রীতিময় আগমনে।