যদি যেতে হয়_চলে যাও
মুছে দিতে এসোনা চোখের জল;
তাকিয়ে থেকো না মায়া ভরা চোখে
বুঝতে চেয়োনা অন্ত:প্রলয়।
বিদায় বেলার তব আবেগী কথা
আর অশ্রু টলমল চোখ
ঢের যন্ত্রনার তোমায় হারানোর চেয়ে।
যদি যেতে হয়_চলে যাও
পিছু তাকানোর নেই প্রয়োজন,
চাইনা যুক্তি কিংবা যুক্তি খন্ডন।
আমি ক্ষয়ে যাবো তটের মত
কিংবা বয়ে যাবো তটিনীর মত,
মহাশূন্যে তোমাকে খজবো না_
খুজবো না মহাসমুদ্রে;
এবং কি তোমার যাবার পরে
একে একে মুছে দেব তব পদাঙ্ক।
তুমি মুক্ত-তুমি স্বাধীন
আমায় স্মরোনা কোন ছলে,
আমি রবো আপন কক্ষপথে
ধরনীর পাড়ে পাড়ে হাটবো একা
প্রেমিক কবির অলৌকিক অক্ষি খুলে।


যদি যেতে হয়_চলে যাও
এ আমার পরিচ্ছন্ন ভালোবাসার বানী;
তুমি যেখানে থামিয়ে দিবে পথচলা
সেখান থেকেই রচিবো আমার চলার কাহিনী।