কবিতা তো!অনর্থক জানি;
মূর্খ এ ছোট লোকের হাতে
কলম মানায় না যে_মানি।
তবুও অজ্ঞাত এক পাথরের ঢেউ
আমার হৃদয়ের বালুকার পাড়_
ভেঙ্গে দেয় অবলীলায়।
তব শত ঘৃনা,বাকানো লাল চোখ
আমার প্রানে এসে_
ফলিয়ে দেয় সবুজ সতেজ ফসল।
আমি জানিনা নিজেকে এতটুকু_
কেবল তোমাকে ভাবি,
প্রকৃতির বহুরুপতায় দেখি তোমারই ছবি।
কিছু হাসি আর কিছু কান্নায়
জরাজীর্ন জীবন কুন্ডলী পাকিয়ে চলে_
ধূসর ধূ-ধূ সীমান্তে।
চোখের উপর থেকে সরে যায় সহসা
আবর্জনাভূক ভেজা কালো পর্দা;
পৃথিবী ছেড়ে যাই,অতপর শুনি_
আমার কবিতার কর্কশ আবৃত্তি।