তুমি বুঝলেনা আমাকে আজও
এ মনের অনুক্ত কাব্য,
চোখের হাতছানী;
দেহের দুড়ন্ত আহ্বান উপেক্ষা করে
পাতাহীন গাছের মত
নি:সাড় হয়ে রইলে আজও।
বুকের ভেতরে মহল-
মালঞ্চ,নিকুঞ্জ
বাহারী প্রজাপতির আনাগোনা_
ঝিরঝির জলপ্রপাত
এবং বকুল ফুলে সাজানো
ছোট্ট কক্ষ_
সবই বেদনার ঘূর্নিপাকে ধাবমান।


আমার চোখে অশ্রু নেই
তীব্র শোকে,
তব পাথারের পাষান ঢেউ সয়ে যাচ্ছি;
একদিন এই ঢেউয়ে
মনের উদ্দাম প্রেম নিয়ে
আমায় আলিঙ্গন করবে বলে।


তুমি আমাকে বুঝলেনা আজও
এ আমার চরম দু:খ-
এ আমার চির সুখ।