সুঠাম শাখা-প্রশাখার উদ্ভীদ সে যে
সূর্যের মুখোমুখী তাকে;
প্রজাপতির ডানা ছোয়া সমীরন-
লাগে তার পত্র বাকে।
প্রানের উদ্দামে চিত্তের প্রশান্তিতে
হেলেদুলে প্রীতি খুজে;
কি যেন কি ভেবে আবেগে
লাজে আখি বুজে।
সমারোহে একদিন বসন্ত আসে
ফুটে বাসন্তী ফুল;
চারদিকে যেন স্বপ্নের রঙ্গীন মাঠ
মনে লাগে দোল।
এ যেন প্রলয়ের বেগ,তারে_
বেধে রাখা যায়না;
মধুকরের নিটোল সূচে গেথে
পূরন করে বায়না।