স্বপ্নিল বর্নিল প্রজাপতির  পাখায়
কালো মেঘের বিজলী চমকিল;
আজ কিছু ধ্বংস হয়ে গেল।
পুষ্পের পাপড়ি-পল্লব
কীটের দন্তাঘাতে ছিন্ন হয়ে এল;
আজ কিছু ধ্বংস হয়ে গেল।
দোয়েল,কোকিলের কন্ঠে
উঠলো কর্কশ সুর এলোমেলো;
আজ কিছু ধ্বংস হয়ে গেল।
সতেজ-সজীব  নির্মল বাতাসে
বিষাক্ত গন্ধ দোল খেল;
আজ কিছু ধ্বংস হয়ে গেল।