নারী
     কতটুক রক্ত দিয়েছ তোমার
     বিন্দু বিন্দু জল
     যার বিষাদে পুড়ছে হৃদয়
     ডুবছে সাগর অতল!


নারী
    কতটুকু বাড়িয়েছ হস্ত তোমার
    আদরের পরশ মালা
    কতটুকু তুমি বেঁধেছ সুর
    ভালবাসায় সেধেছ গলা।


নারী
    কতটুকু চুল চিরেছ তুমি
    মমতার চিরনী দিয়ে
    কতটুকু ঘাম মুচেছ তুমি
    মত্ত খেলায় নেয়ে।


নারী
    কতটুকু ঘর সাজিয়েছ তুমি
    রেধেছ আপন হাতে
    কতটুকু আগুন জ্বেলেছ তুমি
    প্রদীপ সন্ধ্যা রাতে।


নারী
    কতটুকু জল ঢেলেছ তুমি
    প্রেম বাগানের ফুলে
    কতটুকু ক্ষমা চেয়েছ তুমি
    নিছক তোমার ভুলে।


নারী
    ভেবেনা তুমি পুরুষ জাতি
    ইচ্ছাধারী নাগ
    তুমি যদি ফুল হও
    পুরুষ তাহার পরাগ।


নারী
    ভেবনা তুমি পুরুষ শুধু
    মধু খাবার জম!
    এফুল ও ফুল অবাধ বিচারণে
    ফুলের অনুমতির ও প্রয়োজন।


নারী
     ভুলে যেও না তুমি
     মধুর মৌমাছি
     পাপড়ি মেলা ফুলের মাঝেই শুধু
     করে নাচানাচি।


             রচনাকাল
             খুলনা থানা
             ০৩।০৭।২০১৭