বন্ধু যদি কেউ তোমায় প্রশ্ন করে একদিন
কী করলে তুমি জীবনের এতগুলো দিন?
তখন তুমি কী উত্তর দেবে তাকে
যে হেলায় ফিরিয়ে দিয়েছি এতগুলো দিন?
বন্ধু জীবনটা খুবই ছোটো,এইভাবে করে দিওনা শেষ,
নিজের পথে নিজেই যেন হয়ে যেওনা নিরুদ্দেশ৷
জীবনটা এ ঠিক একটা ঘড়িড় ব্যটারির মতো,
হয়ে গেলে শেষ ছুঁড়ে ফেলে দেবে আর্বজনার মতো৷
যেখানে গিয়ে ঘুমিয়ে গেলেও জাগাবেনা কেউ ডেকে,
আনবেনা কেউ আলোর পথে সেই অন্ধকারের থেকে৷
তাই শোনোনা কখনও লোকে কী বলে
শোনো নিজের মনের কথা,
কারন পড়লে চোট লাগবে তোমারই
হবেনা অন্যের ব্যথা৷
আর এভাবেই যদি চলতে থাকো দেখবে
হারিয়ে যাবে একদিন,
তখন ভাবাতো তোমাকে দুরের কথা
ফিরে তাকাবেনাও কেউ কোনোদিন৷
ভাবছো হয়তো কেউ না দেখুক
দেখবে প্রেম আর স্নেহ,
ভেবেও এটা কখনও কোনোদিন
ভুল করোনা যেনো৷
প্রেম স্নেহ এসব বেকার কথা
ওসব টাকার পেছনে ভাগে,
এক সেকেন্ড!
এক সেকেন্ডে পাল্টে যায় এ মানুষ, পৃথিবী
ভালোবাসাতো সবার আগে৷
তাই বেঁচে থাকা জীবনের এ কিছুটা দিন
কাজে লাগাও যদি সম্ভব হয়,
সামনের দিকে এগিয়ে যাও
করোনা কখনও ফিরে আসার ভয়৷
আজ আমার লেখা এ কবিতা আমার যুবকগোষ্টীর জন্য,
আলোর মধ্যে থেকেও যারা আলোর জন্যে হন্য ৷
"হে আমার যুবক বন্ধু একসাথে হও জোড়ো,
ভেঙে দাও এই কাঁচের দুনিয়া আবার নতুন করে গড়ো৷
বুঝিয়ে দাও অকাত তোমাদের,ক্ষমতা কাকে বলে
দেখিয়ে দাও এ দুনিয়াটাকে সমাজ কীভাবে চলে৷"