মৃত্যুতেই সব শেষ,জীবনের ধংসাবশেষ ,
যত আশা স্বপ্ন যত থাকবেনা তার অবশেষ৷
জীবনের ঘড়ির কাঁটা কখন যে যায় ঘুরে,
কেউ কাছে থেকে যায়, কেউ চলে যায় দুরে৷
ফেলে যায় টুকরো স্মৃতি পুরোনো গানগুলি,
রচিত ডায়েরির পাতায় ছেঁড়া সেই পৃষ্টাগুলি৷
ফেলে যায় ড্রয়িং খাতায় আঁকা যত তার স্বপ্ন,
যেগুলো একদিন বাসতো সে ভালো
থাকতো তাতে মগ্ন৷
সেও তো একদিন এসেছিল পৃথিবীতে
এ প্রকৃতির সবাইকে আপন সে করে নিতে,
বেঁচে থাকতে টিকে থাকতে সমাজের সাথে,
শিখেছিল জীবনপথে সঠিকভাবে যেতে৷
ছিল সে এই পৃথিবীর বুকে মানুষ যতদিন
সেওতো বেসেছিল ভালো সবাইকে একদিন না একদিন৷
চলেছে সে এখন সবকিছুর এই বন্ধন করে উপেক্ষা,
আজ সে মৃত্যুর ওপারে কেবল হাতছানির অপেক্ষা৷
এখনও সে মনে করে একটু ফিরে তাকাই
কিন্তু সে পথ বন্ধ আজ রাস্তা যে আর নেই৷
কোনোদিনও এই বন্ধ পথের রাস্তা ছিল অধিক
পথ হারিয়ে আজ সে এখন দিশেহারা পথিক৷
চলতে চলতে এভাবেই সে থেমেগেলো একদিন,
বিদায় নিল এ জীবন থেকে
সুন্দর এই পৃথিবী থেকে
অনেক দূরে যেখান থেকে ফিরবেনা সে কোনোদিন৷৷৷