আমার জীবনের কিছু অংশ ফাঁকা থাকুক - যেখানে একটা পৃথিবী থাকবে - ধুলোবালির মতো ভাসমান জীবন আঁটকে থাকবে সেখানে।


বসন্তের আগমনে শিমুলের পাতা ঝড়ে যাবে - প্রখর রোদে বেদনার মতো জারুল ডালে ডালে সন্তানকামী মায়ের মতো ফুটে থাকবে - সোনালু ফুলের স্নিগ্ধ হাসি দেখে হৃদয় ভরে যাবে।


জীবনের যে অংশটা এখনো ফাঁকা সেখানে প্রকৃতির রূপ আমাকে মুগ্ধ করেছে - হঠাৎ সবুজের মতো কৌতূহল জেগেছে জীবনে - যেটুকু বেঁচে আছি সেটুকু সবুজের মতো সুন্দর।