তোমার জন্য দু' কদম ভালোবাসা এনেছিলাম-
বৃষ্টি শেষে কুড়িয়ে নিও,


এবার আর কোন ভুল করে নয়, নয় তোমার অবচেতন মনে-
ভর দুপুরে পুরো পাঁড়া জিজ্ঞেসিও, যাচিও প্রতি জনে-
আমি অপেক্ষায় নূপুরে জড়ানো ভেজা পা আর-
কাঁচের চুড়িতে রক্ত বর্ণ হাতে দু' কদম ভালোবাসায়,
আমাকে গ্রহণের জন্য তোমার তীব্র আকাঙ্ক্ষার।