-**জনক -জননী** -মোহাম্মাদ রোকনুজ্জামান April 24, 2020
আমাদের জননী ছিলেন ,
জায়নামাযের সূচি-মন,
মস্জি‌দের উদার হৃদয়,-- বুকে তাঁর
আসমানি কিতাবের গন্ধ ছিল---যেন
বেহেস্তের তন্ময় আতর।--সুবে-সাদেকের
আযানের ধ্বনি শুনে প্রত্যহ হতেন
নিদ্রাগত;--সফেদ জ্যোৎস্নাময়ী হাসিতে তাঁর, আলোর
মাধুরিমা পেয়ে যেত, সংস্কারের অন্ধ-বসুন্ধরা;--
এমন কি আচেনা পাখিরা, খেয়ে যেত
তাঁর স্নেহময়ী হাতে, মেহমানি মূল্য-যত্নে ।


আমি তো জায়নামায কিংবা,আযানের কথা বলতে আসি নি;
মসজিদ কিংবা কোন কিতাবের কথা বলছি না ;
আমি আমার মায়ের কথা বলতে এসেছি;---
আমার মায়ের মাঝে আছেন লক্ষ জনের মা ।


আমাদের পিতা, ছিলেন তিনিও---
একটি জাতীর পতাকার মতো,--মাননীয় মানচিত্র
আমাদের চেতনায়,---পদভারে তাঁর
অনায়াসে আলোকিত হোতো পুঞ্জ -পুঞ্জ অন্ধকার,
আমাদের এলাকার; সূর্যের মতো হাঁট্তে‌ন তিনি;--
মেধার কিরণ ছড়াতে ছড়াতে ।
তাঁকেও দেখছি আমি,--বিছানায় শুয়ে ,
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম গ্রন্থখানি পড়তে পড়তে
বুকের ওপরে রেখে, ঘুমিয়ে যেতেন ।


আমি কোন ধর্ম কিংবা তার কিতাবের কথা বলতে আসি নি ;
কোন জাতি; আর তার পতাকার কথা বলছি না;
আমি আমার পিতার কথা বলতে এসেছি;---
আমার পিতার মধ্যে আছেন লক্ষ জনের পিতা ।


আমি আমার জন্মের কথা বলতে এসেছি;---
লক্ষ জনের জন্ম যে আমারই জন্মদিনে---


আমার যখন জন্ম হল,
ক’টা বছর পার না হোতেই
বড় একটা দাঙ্গা  হোলো,
তাই বলা যায়; দাঙ্গা আমার
এক প্রকারের জন্মতিথি


ছেলে-বুড়ো শিশু-কিশোর
লক্ষ মানুষ প্রাণ হারালো,
হাজার বোনের লজ্জ গেলো
মায়ের মুখে তাই শুনেছি;---
দাঙ্গা শুধু আমার কেন ?
লক্ষ জনের জন্মতিথি ।


আমি সেই বর্বর যুদ্ধের কথা বলতে আসি নি;
নির্মম হত্যার কথা বলতে আসি নি;
আমি কোন ইতিহাস-ঐতিহ্যের  কথা বলছি না;
হাজার বোনের ঘৃন্য-ক্লিষ্ট  সম্ভ্রম লুটের কথা বলছি না;
আমি আমার মায়ের মুখে শুনা গল্পের কথা বলছি;---
আমি আমার পিতার কথা বলতে এসেছি ,
আমি আমার মায়ের কথা বলতে এসেছি ।


আমি যে ছিলাম বেঁচে, কোন অলৌকিকে  
কিংবা কেমন করে যে তারা এ -আমাকে
রেখেছিলেন বাঁচিয়ে ভীষণ তুমুল,
আমি জানি না তা !
তাঁরাও দৈবাত কোন সে দর্পিত-দেবতার
আশীর্বাদে, ছিলেন যে বেঁচে;--
আমি জানি না-তা!
আমি আমার জন্মের কথা বলতে এসেছি;--
লক্ষ জনের জন্ম যে আমারই জন্মদিনে ।


আমি আমার মায়ের কথা বলতে এসেছি,
আমি আমার পিতার কথা বলতে এসেছি,
ছিলেন তাঁরা সর্বদা সোনালি সুন্দর ,
শোভিত সত্য--শুভ্রের, মাঙ্গলিক পদাতিক ।
কেন আমরা তাদের মতো হোতে পারি না ভীষণ ?
আমরা কেনো তাদের মতো হোতে চাই  না কখনো ?


আমাদের জনক-জননী ,
প্রসারিত দিগন্তের সম্ভাবনাময়, সবুজিমা-ঘেরা
সুদীর্ঘ সপ্নের কথা বলতেনল--স্নিগ্ধনদী, বৃক্ষের আবেগ,
মৃত্তিকার মহিমা তাঁদের পক্ষে ছিল;--
সভ্যতার পদব্রজী তাঁরা সদাসত্য মানববোধের
প্রতীকি প্রমাণ প্রতিনিধি;---
আমরা কেন তাঁদের মতো হোতে পারি না;
আমরা কেন তাঁদের মতো হোতে চাই না।


আমি আমার মায়ের কথা বলতে এসেছি ;---
আমার মায়ের মাঝে আছেন  লক্ষ জনের মা,
আমি আমার পিতার কথা বলতে এসেছি ;---
আমার পিতার মধ্যে আছেন লক্ষ জনের পিতা ।
আমি আমার জন্মের কথা বলতে এসেছি ;--
লক্ষ জনের জন্ম যে , আমারই জন্মদিনে ।


দাঙ্গা শেষে দেশটা যখন স্বাধীন হল,
তখন আমি পাঁচ বছরের বালক শিশু;
                                   ( চলবে)