বেমানান রাতের asphalt শরীর মেখে পড়ে থাকে
কাঁটাতারের ওপাশে পৌঁছায় না কোনো তরঙ্গ
ফুলের বাগানে ছাইমাখা আমি নিজেকে সাজিয়ে রাখি
কাঁপা কাঁপা আঙ্গুল লড়ে যায় গ্রাফাইটের বন্দুক হাতে
সমুদ্র শুকিয়ে যাচ্ছে, কথার আঁচড়ে রক্তাক্ত
হেরে যাচ্ছি। আজ তো হেরে যাওয়ার ই উৎসব
প্রতিবন্ধী মানুষের ভীড়ে লাল সিগন্যালের স্তব্ধতা
এখন শান্তি। শুধুই শান্তির আলেয়া।