আমার ঠোঁট ছুঁয়ে যাওয়া কিছু
হীরের বিন্দু হারিয়ে গেছে।
আকাশ যদি পাথর হয়,
মেঘ হয়তো তোমার মূর্তি
মেঘের পাশে হীরে সাজিয়ে রাখো।


বৃষ্টি নেমেছে আজ আকাশে।
শ্যাওলা রঙা পাথর ছুঁড়ে ফেলো নদীতে
ভাসিয়ে নিয়ে যায় হীরে, পাথর ভাসে না
বন্যায় পাড় ভাঙে, চৈত্রে জীর্ণ নদী।


শ্যাওলা নেই, হীরেরা নেই।
শুকনো চরে আকাশ পড়ে।
বছর ঘুরে বর্ষা আসে, অঝোর বৃষ্টি।
স্রোত বইছে শূন্য স্রোতস্বিনীতে
রক্ত নদীতে পাথর ভেসে বেড়ায়।