পৃথিবীর বদলে গেছে ঢের, তবু সেই বৃষ্টিতেই
ভিজছে এই প্রকৃতি। ছাদে আর মাটিতে ধ্বনি সঙ্গত মুদ্রায়
শুধু ঘর হয়ে যায়। দূর হেঁটে জানা যায়— সব বৃষ্টির পর
একটি রেখায় এসে সব অথৈ নীরবে ভাসে— আহা—


কোনো নদীই শিখলো না সরলরেখা!