আমি বিশ্বের পান্থশালায়
দু'দিনের মেহমান।
অশ্রু আমার পথের সাথী
হর্ষ আমার প্রাণ।


কোটি-কোটি বছর ধরে
ছিলাম অপেক্ষায়;
মাত্র দুদিন থাকবো আমি
রঙের বসুধায়।


কাল যে আবার ছিন্ন হবে
শত মায়ার জাল।
যেতে যেতেই পেরিয়ে যাবে
আবার কত কাল!


তাহার মাঝেই ভাঙ্গা খাঁচায়
জীবনটাকে পুষি।
চরম দুঃখে কখনো কাঁদিগো
পরম সুখে হাসি।


ক্ষনকালের এই দুনিয়ায়
কিসের গয়না-গাটি?
আজকে তোমার সোনার দেহ
কালকে হবে মাটি।


আজকে এত বিলাস ভোজন
দামি দামি খানা।
বেলার পরে বেলা যাবে
জুটবেনা আর দানা।


কিসের দর্প, কিসের দম্ভ
কিসের মোহ টান?
মরে গেলেই যেতে হবে
সোজা গোরস্থান।