যে’দিন আমি থাকবোনাকো সোনার পৃথিবীতে।
মাঝে মাঝে আসবো আমি হঠাৎ চমকে দিতে।
জানালাটা খুলে রেখ;
বলবো তোমার কানে কানে
আখি মেলে প্রিয়া দেখ,
ভোরের বাতাস এসেছে তোমার চুলের গন্ধ নিতে।
মাঝে মাঝে আসবো আমি হঠাৎ চমকে দিতে।


সে’দিন তুমি প্রভাতচারিণী মনে রেখ ঠিক ভোরে
শিশির বিন্দু হয়ে তোমায় বলবো মিষ্টি করে;
আর নয় খুন-শুটি
নিশিরে শিশিরে একাকার করে
ভেজাবো চরণ দুটি।
সবুজ ঘাসে নগ্ন চরণ ফেলিও যতন করে
তোমার পায়ের নুপুরের গান শোনায়ে দিও মোরে।


সে’দিন আমি থাকবো পরে শিউলি তলার ঘাসে
তোমার সাথে করবো খেলা নিঃশ্বাসে প্রশ্বাসে।
শিউলি তলায় যেও
আমায় তুমি গাথিয়া মালা
খোপাতে জড়ায়ে দিও।
এমনি করে সারা জীবন আসবো নানান বেশে
তোমার সাথে থাকবো আমি মধুর ভালোবেসে।