পৃথিবীর সব চোখ সব কিছু দেখেনা,
আত্মার গুঞ্জন সব কান শোনেনা,
বোঝেনা হূদয় গুলো হৃদয়ের কামনা,
জনে-জনে চিন্তনে কোন মিল হবেনা।


পাষাণের মুখে কভূ কোন ভাষা থাকেনা,
মৃতের কলেবরে ব্যাথা বলে ছিলনা,
কান্নার ঢঙ নেই, নেই কোন চেতনা,
বেদনার মাঝে কভূ রঙ খুজে পাবেনা।


কু-রিপু কোন দিন হবেনা আশির্বাদ,
স্বার্থের চেয়ে বড় নেই কোন সংঘাত,
যাযাবর পাবেনাকো জীবনের আস্বাদ,
হাসি ছাড়া দেখিবেনা সমাজের বিষদাত।