জগৎ জুরিয়া কেন আর কেন?
তবুও জবাব মিলেনা যেন।
কেনর জবাবে কেনই দাঁড়ায়,…
শুধুই অযথা প্রশ্ন বাড়ায়।


কেন কেন করে কুল পাবেনা
জবাবেরও শেষ হবেনা।
কেনর জবাব পেলেও কভূ
মন ভরেনা কখনো তবু।
থামেনা কেন একটি দিনও
জগৎ ভরিয়া কেন আর কেন।


অফিসে,আবাসে, চলার পথে
যেখানে-সেখানে,দূর-দূরান্তে
বিজ্ঞান,দর্শণ শাস্ত্র শত
কেনই করিছে তারা যত।
জবাবের শেষে কেনই বহাল
এভাবেই চলিছে অনন্ত কাল।


কোটি,কোটি মুখ জগৎ ভরিয়া;
কেনতে কেনতে ছুটিছে দরিয়া।
যাকে পারি মারি কেনর ফাঁদে
উদোর পিন্ডি বুদোর কাধে।


চলেনা সময় ভাবনা বিহীন
কেনর জবাব বড়ই কঠিন।


জবাবদিহীতা অসীম ভাবনা
জগতে তাহার নেইকো সীমনা।