অবহেলিত জীবন যুদ্ধে
আমি পরাজিত সৈনিক,
অর্জিত রাজ্য_
সবই হারাব বলেই হয়ত আজ
এ ষড়যন্ত্র!
নয়তো কি?
আমি রাজ্যের রাজা তো হতে চাইনি,
মাথা নিচু করে পালিয়েও যাইনি,
চেয়েছি যুদ্ধে জয়ী হতে,
তবে, রাজা কী বুঝলই না আমাকে?
না কি ইচ্ছে করেই বয়কট করল_
যুদ্ধের প্রাঙ্গণ থেকে !
ইচ্ছে শক্তির অভাব নেই ৷
তার পরেও?
কমতি কোথায় আমার?
না কি,
এখনও সাবালক হয়ে উঠতে পারিনি?