আমি সেই আছি
আগেরই মত সেই তো আমি
জোনাকি আলোতে তোমাকে খুঁজি
দেখা দাও কোথায় তুমি?


জোছনার আলো মাখা তুমি
মায়ার আড়ালে তুমি মায়াবী
শিশিরের কুয়াশা মাখা জানি
উষ্ণ চাদরে জড়ান তুমি রূপসী ।


হারিয়ে গেলে আমাবশ্যার আঁধারে
খাঁচা ভেঙে পোষা পাখি
কি সুখ পেলে সেই
বলতে পার কি তুমি?


আমি তো সেই
আগের মতোই আছি
ডানা মেলে উড়ছি
আর মাঝে মাঝে একাকীত্বে
তোমায় নিয়ে ভাবছি ।
আমি সেই আগের মতই আছি ।