যখন তোমরা ফুঁ দাও 'গুড মর্নিং' আর 'গুড নাইটের' ঢাকে


আমার বাংলা তখন শেষ প্রহরের শিশিরে বেঁচে থাকে।


যখন তোমাদের 'মম-ড্যাড' চিৎকার হারায় কৃত্রিমতার বাঁকে


আমার বাংলা তখন বেঁচে থাকে আমার "মা" ডাকে।


যখন তোমরা মিটিং বসাও কার ভাগে ঠিক কতখানি


আমার বাংলা তখন এ বুকে গঙ্গাজল আর ওবুকে পদ্মার পানি।


তোমরা যখন হাঁফিয়ে ওঠো ই-মেল আর sms এ


আমার বাংলা তখন জেগে থাকে প্রেমিকাকে লেখা চিঠির বেশে।


আমার বাংলা বর্ণমালা, আমার বাংলা রবি ঠাকুর


আমার বাংলা একফালি রোদ, পৌষ মাসের শীতের দুপুর


আমার বাংলা মাতৃদুগ্ধে, আমার বাংলা একুশ এ


আমার বাংলা 'লুকোচুরি খেলায়', বুকের মাঝে রাখবো পুষে।