শিরদাঁড়া তখন বাঁকা ছিলো...


তারপর যবে সোজা হয়ে দাঁড়ালাম,


"মানুষ" বলে সৃষ্টির গর্বে


যেদিন এডাম আর ইভ সেজেছিলাম


সেদিনই কবিতার জন্ম।


একে একে সভ্যতার মিছিল


ধ্বংসাবশেষে মুখ গুঁজে হয়েছে মৌন,


কবিতারা কিন্তু আজও ভাস্বর


কালো অক্ষরে আজও তারা


থরে থরে সৃষ্টির আবেগ সাজিয়ে রাখে।


আজ কবিতার জন্মদিন,


অনেকে তাই লিখবে, ফসলের গান


বৃষ্টির গান-সৃষ্টির গান, শিশুর গান


আজ কবিতা সুখে থাক


সুখে থাকার অসুখ চেপে রেখে।


শব্দের শেষে ছন্দ থাক বা না থাক


পৃথিবীর ছন্দ কবিতার গায়ে আছড়ে পড়ুক,কারণ


আজ কবিতার জন্মদিন।


ইরাক-বাগদাদ-কাশ্মীর-দিল্লীর কোলাহলে


কিম্বা মৃতদেহের শ্মশান নীরবতায়


মুখর হোক কবিতার গুঞ্জন,


উর্দ্ধে তুলে ধরুক পতাকা যেখানে লেখা


"সবার ওপরে মানুষ সত্য তাহার ওপর নাই"


আজ কবিতা ভালো থাক,


আজ আর কেউ কেউ নয়, আজ সবাই কবি।।