🌍🌎🌏নাহয় আরো একবার অ্যাডাম সাজি🌍🌎🌏



আমরা মানে দুপেয়েরা ইতিহাস শিখেছি, ভুগোল শিখেছি


মানুষ বলে গর্বে ফুলিয়েছি যে বুক


সে বুকের মাঝে কাঁটাতার দিতে শিখেছি


রক্তরঙে মানচিত্র এঁকে বুঝিয়ে দিয়েছি "কোনটা আমাদের-কোনটা তোমাদের"


হায় রে ক্ষত! এ জীবনে বুঝি ঘা আর শুকাবে না;


সারি সারি মানুষের ঢল, কাঁধের ওপর মুন্ডু


উঁহু মাথা নয়, দেশলাই কাঠির ওপর ফসফরাস সব(নাকি শব)


ধর্মের নামে উঁচু উঁচু ইমারত গড়তেও শিখেছি


কিন্তু ধর্মপ্রাসাদের ভেতর থেকে লাশপচা গন্ধ চাপা দিতে শিখিনি


বাদ নিয়ে বিবাদ করতে শিখেছি


একটুখানি নাহয় আবাদ হতেও শিখতাম


ফসলে কাস্তে চালাতে শিখেছি, আবার


বুকে চাপাতি চালাতেও শিখেছি।


ধূপ আর আতরের গন্ধে বুঁদ হতে শিখেছি


অথচ বাগানে ফোঁটা ফুলের গন্ধ শুঁকতে শিখিনি


পুড়তে শিখেছি,পোড়াতে শিখেছি


ধ্বংসের মাঝে বীণাতেও আঙ্গুল চালাতে শিখেছি


সব পাঠ শেষ, এবার আবার শেষ থেকে শুরুর পালা


তাই ভাবছি আরেকবার নাহয় অ্যাডাম সাজি;


তবে এবারে ইভ কে আর ফল খেতে দিচ্ছিনা।।