পথে হাজার কাঁটা থাকবে
ওইসব পেরিয়ে তোমার আসতে হবে,
যদি ভয়পেয়ে পিছ পা দাও
তবেঁ কি করে তুমি ভালোবাসবে
আর কিভাবে আমায় ছুঁতে আসবে!


তোমার কথামত, আমি
সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে
ছুটে এসেছি,
তোমার কথার বরখেলাপ কখনো আমি করিনি!
যেখানে বলেছিলে আসার কথা
আমি ঠিকই ওখানে এসেছি,
কই তুমি তো আসতে পারোনি
তুমি কথা দিয়ে কথা রাখোনি!


সেদিন আমি অনেক কেঁদেছি
আমার ওইরকম আর কোনদিন
চোখের পানি ঝরেনি
তোমায় না পেয়ে কাপুরুষ সেজেছি
শক্তি ছিলোনা উঠে দাঁড়াবার!


চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে
একসময় উঠে দাঁড়াই!
আমার কান্না দেখে অবুঝ শিশু সেও সেদিন কেঁদেছে!
আমি তার ভাষা বুঝি নি
কি সে বলতে চাচ্ছে
দেখেছি সে অনেকদিন আমার মুখের দিক তাকিয়ে চিল্লায়ে কেঁদেছে!


মনে হচ্ছিল বাচ্চাটির
আমার থেকেও অনেক কষ্ট
সে হয়তো মায়ের আদর পায়নি!
আমি তাকে বুকে নেই
বাবার স্নেহ দেই
মায়ের আদর দেই,
সে মা বলে কাকে বুঝতে পারেনি
তবেঁ বুঝতে পেরেছি সে তার মা'কে খুঁজছে
তার মুখে এই রকম ডাকের শব্দ আসতো (মি)
আমি ধরে নিয়াছি ওটাই বোধহয় ডাকছে (মা)!