* বছর ঘুরে আজ,কুয়াশা মাখা সাজ
   শীতল হাওয়া দিয়েই বুঝি
   পদার্পণ করিবে সোনালী দিনের
   উজ্জ্বল নক্ষত্রের আলোয়
   নতুন বছর ২০১৮সাল!
   ২০১৭ সালকে বিদায়ের রুল শুনিয়ে
  
  বিদায়ীর লগ্নে,আগমণীর কাল,২০১৮সাল।
  সাথে বার্তা লয়ে বুঝি শীত এলো                                      
                                                  
  এলো অবেলায়,নিয়ে আগমনীর মহাকাল
  আগামী দিনে উঁকি দিচ্ছে বর্ণাঢ্য দিন
  স্বপ্ন আলোয় ঝলমল করা
  সম্ভাবনাময় ২০১৮সাল।
  এইতো ২৪ঘন্টা পর, সময়ের বেলাচর
  নতুন শাখারূপে নতুনের উর্ধ্বে
  এই না বিশ্ববঙ্গে।
  আসিবে নবরূপে সবুজের টিপে
  বাংলা হাসাবে বাহারি পুষ্পে        
  ২০১৮ সালের সংঙ্গে!                                                
  আনন্দে আনন্দে জয়জয়কার হবে
  বিশ্বময়,২০১৮ সালের রঙ্গে।


   - মুহাম্মদ জে.এইচ (রপ্পি)