উৎসর্গ:-বাঙ্গালীর প্রান:-শেখ মুজিবুর রহমান।          

* ১৯৭১ সাল, ৭ই মার্চের সেই দিনের কথা
   তখন পূর্ব পাকিস্তানের রাজধানী ছিল ঢাকা,
সে দিনটায়, বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা এসেছিল
   রেসকোর্স ময়দানে, বিশাল মানুষের বহর,    
  ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে, তা মিছিলের শহর।  
পায়ে হেটে বা বাস, লঞ্চে ৬৪হাজার গ্রাম গঞ্জে  
  বাশের লাঠি হাতে বিক্ষুব্ধ জনতা,লয়ে চেতনা
  বাতাসে ওড়িয়ে  লাল সবুজের রঞ্জিত নিশান,
  মুখরিত কণ্ঠে স্লোগানে, স্লোগানে বঙ্গের কৃষাণ  
রেসকোর্স ময়দানে সমবেত বাঙ্গালীর প্রাণ ,
মুক্তির জুয়ারে ভাসছিল স্বাধীনতার আহ্বান।  
সমাগম ময়দান, ৩টা বেজে বিশ চলমান    
ঠিক, মঞ্চে ওঠে এলো, শেখ মুজিবুর রহমান।  
প্রায় ১৯ মিনিট মঞ্চে আকাশ কাঁপানো ভাসন  
এবার জনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েতেই হবে,
বিরুদ্ধে আছে দেশ সরকার অত্যাচারী শাসন।  
  বঙ্গবন্ধু ভাসনে সুস্পষ্ট ছিল মুক্তির আবাশ,      
রক্ত যখন দিয়েছি রক্ত আরও দিবো তবুও
দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লা
  সেদিন আজকের এইদিন করতালির দিয়ে,    
সেই মুক্তির ডাক গ্রহন করেছিলে বলেই  জনতা
  আজকের এই বতর্মান প্রজন্মেরা পেলো বাংলা
তাইতো তোমাদের স্মরণে শোকার্ত ভাষায় বলি
সাবাস বীর বাঙ্গালী বিপ্লবী চেতনায় সাবাস।    
  ................. ××××..................