* সোনালী তরি হাতে গড়ি
    মাঝি লহি তুলে পাল,
     স্বপ্নের মেঘা ছায়ে
   জেলে বুনে সুতো জাল।
রৌদ্র প্রখরে চাষি পুড়াই অঙ্গ
     রুপালী ফসলে
      এ আমার বঙ্গ।
সূদুরবর্তি নীলাক্লান্ত নীলাচলে
   পশ্চিমার বেলা শেষ,
    সময়ের চড়কাতে
   সূর্যির খেলা শেষ!
   রাত্রির কোলাহলে
  ঝিঁঝিপোকা ধরে গান,
জোনাকির আলোতে
   পল্লীতে আসে প্রাণ!
স্তব্ধ ভোরে মুয়াজ্জিনের সুরে
    রাত্রির খেলা শেষ,
    স্রষ্টার করুণাতে
এভাবেই আছি বেশ!
মহৎ কর্ম সততার ধর্ম
   মিথ্যের জয় নাই,
আজ এ বঙ্গে ধূলি মাখি অঙ্গে
    সত্যের ভয় নাই।


......... মুহাম্মদ জে.এইচ (রপ্পি)........