* হে চির শ্বাশত মুক্তির নুরে বাঁধন
তোমার আলোর রাগে, আমার সাধন
হিম্মতে আত্বদান উম্মতে,বান্দা আমি
প্রভু তোমার গুনগানে জীবন দামি।
হে চির শক্তিধর, বিশ্ব বিজয়ী রব  
তোমার সৃষ্টিতে ধন্য, মানবের জন্য  
সুখ,শান্তি, উচ্ছ্বাসে রেখেছো প্রভু সব?  
আমি সন্ন্যাসী, মহাচক্রের ভানবাসী  

আজ হতে বাকি কাল করিব তালাশ ,
  অন্ধকার পথে আমিই আলোর দিশা,
তোমার এ সিক্ততায়  ঋষি দরবেশ।  
হে চির শাশ্বত মুক্তির নুরে বাঁধন
তোমার আলোর রাগে আমার সাধন।
এ ইচ্ছা অন্ধ, আখি বন্ধ বুঝি না প্রভু?

***********----**********