চৈত্রের আকাশে সূর্যের বাষ্পীয় উত্তাপ
দেখেছো নিশ্চয়?
কি অসহ্য গরম,মাথাচাড়া দিয়ে ওঠে শরিরে
সহ্য করা যায় না তাইতো?
তাহলে,
অন্যায় দেখলে মানুষ প্রতিবাদ করা
তো দূরের কথা মাথা নিচু করে
কেমনে সহ্য করে চলে যায়,চুপিসারে।
চেতনায় সেই বাষ্পীয় উত্তাপ
কোথায় থাকে তখন?
মানুষ আজ স্বার্থবাদীর খাতায় নাম লিখেছে
একে অন্যের বিপদে কিভাবে পাশ কেটে
চলে যেতে হয়,তা স্পষ্টভাবে শিখেছে
বাহ রে বাহ কি লজ্জার কথা
মানুষকে আজ মানুষ বলতে,
লজ্জা করে আমার!
রক্ত মাংস থাকলেই মানুষ হওয়া যাই না
মানুষের মত মানুষ হতে লাগে,
সততা,আদর্শ,ঐক্য ও চেতনা।
আজকাল,
চেতনা শক্তি,ক'জনের ভিতরে আছে বলো?
মানুষের ভিতরে এখন অবশিষ্ট যা আছে
তা হলো,অহংকার ও বীরত্বের বড়াই
মানুষ মানুষকে শত্রু ভেবে করে শুধু
প্রতিহিংসার,পাল্টাপাল্টি লড়াই!
এই লড়াইয়ের শেষ কোথায়?
যে যেভাবে পারছে,লড়াই করে যাচ্ছে
হাতে,মুখে,লাঠির জোরে,বা টাকার জোরে
যে যেভাবে পারছে,লড়াই করে যাচ্ছে
এই লড়াইয়ের শেষ কোথায়?