হঠাৎ,নিজেকে,অতি ক্ষুদ্র,ও ব্যার্থ মনে হচ্ছে
যেনো,আমার পায়ের নিচে,কোনো মাটি নেই
যেনো,আমার যোগ্যতার,নুন্যতম ও দাম নেই
তখনি,আবার মনে পড়লো,কবি না বলেছেন
আমাকে হেরে গেলে চলবে না,আমি রক্তে
মাংসে,গড়া মানুষ,কোনো,খেলনার পুতুল না
সবার উপরে মানুষ সত্য,তাহার উপরে নাই !
তখনি,আমি আমার পায়ের নিচে,উপযোগী
আবার সেই,হারিয়ে যাওয়া,মাটি ফিরে পাই।
সবার উপরে মানুষ সত্য,তাহার উপরে নাই !
মানুষের জীবনে,দুঃখ কষ্টের,ব্যাপার,থাকবেই
অতি আবেগি হলে,আবার,জীবন'টা,চলবে না
মানুষ,অতীতের,বাস্তব,ইতিহাস,মনে রাখবেই
মানুষ,ইতিহাস ভুলে গেলে,কেউ এসে,বলবে না


মানুষের জীবনে,দুঃখ কষ্টের,ব্যাপার,থাকবেই
অতি আবেগি হলে,আবার,জীবন'টা,চলবে না!