যে জাতী ঘুমিয়ে আছে,নীরবতায়
সে আর কখনোই জাগবে না,
যে জাতী জাগ্রত আছে,চেতনায়
সে সহজেই আর,ভাগবে না।
জাতির চেতনায়,আগুন জ্বলুক
যত জুলুম আছে,দাও সবাই রুখে
সেই হয়,বড় বীরত্বের অধিকারী
সত্যের আগুন,জ্বলে যার বুকে।
জাতির চেতনায়,আগুন জ্বলুক
যত জুলুম আছে,দাও সবাই রুখে!
আমি ভাঙ্গা নৌকোর, ছেঁড়া মাস্তুল
মাঝির যেমন উপহাস,
আমি বার বার ভাঙ্গি, একবার গড়ি
সফলতার ইতিহাস।
আমি মুদ্রার মতন এপিঠ,ওপিঠ
পেয়েছি,হার জিত,
আমি দশ পা পিছিয়ে, এক পা এগোয়
জানি,জয় নিশ্চিত।