আমি কোনো ক্রীতদাস নহে,দাসত্ব করবো বলে
জন্ম হয়নি আমার,ধরত্রীর তলে
আমি কবি,আমি ভোরের রবি,
আমি মুক্ত,আমি স্বাধীন,আমি জ্বালাময়ী
আমি অগ্নিরূপে,জ্বলে ওঠি,বার বার
দেশদ্রোহী,বিশ্বাসঘাতক,জালিমের বিরুদ্ধে।
সত্যের ঢাল হাতে বিপ্লবী সেই বলে,
যে আগুন জ্বলজ্বল,সে আগুন জ্বলে
সত্য,ন্যায় আর বীরত্বের দলে
যে আগুন জ্বলজ্বল,সে আগুন জ্বলে।
আমি কোনো খেলনার পুতুল নহে,আমায় লয়ে
যখন যে,যেমন খুশি খেলবে,
আর বেলা শেষে,ভেঙে,ছুৃঁড়ে
আমাকে,অবহেলার গহীনে ফেলবে!
আমি কোনো খেলনার পুতুল নহে,আমায় লয়ে
যখন যে,যেমন খুশি খেলবে।
আমি কেনো ভীনদেশী আগন্তুক নহে,আমাকে
যখন তখন ঘাড় ধাক্কা দিয়ে
যে যার মতন,এই দেশ হতে বের করে দিবে
তা কিন্তু হবে না,কোনোদিন হবে না,
এই দেশ আমার,এই ভাষা আমার
এই দেশের প্রতিটি ধূলিকণা আমার
লাল সবুজের অর্জিত পতাকা,আমার
চিরকালব্যাপী,দেশ ও জাতীর কল্যাণে।